আলোর ধারা স্কুলে স্বাগতম

                                                                   আনন্দ করি পড়ি লেখি...

 

রূপকল্প

শিক্ষার্থীর সৃজনশীল প্রতিভা বিকাশের সঙ্গে তার আচরণিক উৎকর্ষ সাধন ‘আলোর ধারা’র লক্ষ্য। যার মাধ্যমে সে হয়ে উঠতে পারে সমাজের অনুকরণীয় আদর্শ । সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে সে যে আলোর মশাল প্রজ্জ্বলন করবে, তার আভায় আলোকিত হবে দেশ -ও জাতি।

পথরখো

গতিশীল ও প্রতিযোগিতামূলক পৃথিবীতে শিক্ষার্থীর অবস্থানকে সুদৃঢ়ভাবে উপস্থাপনের জন্য আমরা জ্ঞানবিজ্ঞান, দর্শন, সাহিত্যশিল্প ও খেলাধুলার মাধ্যমে পাঠ উপস্থাপন করব। গঠনবাদী চিন্তার আলোকে শিক্ষার্থীকে নিয়ে আসব একীভূত শিক্ষার নতুন জগতে, যাতে করে সে সাম্যবাদী, মানবিক, মূল্যবোধসম্পন্ন ও সৃজনশীল হয়ে ওঠে। 'আনন্দ করি পড়ি লেখি' এই আদর্শ অনুসারে পাঠের সকল বিষয় আনন্দের সাথে উপস্থাপন করা হবে, ফলে নতুন সৃষ্টির প্রয়াসে মগ্ন থাকবে শিক্ষার্থীর হৃদয়। এই পথরেখা সারা জীবনের জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে, জীবনব্যপী কৌতুহল সৃষ্টি সহ তার আত্মিক উন্নয়নে নতুন উদ্দীপনা জাগাবে। আমাদের পথরেখা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী হয়ে উঠবে দেশপ্রেমিক, সুনাগরিক ও যথার্থ মানুষ।

পথরেখা বাস্তবায়ন নীতিমালা:
[] দেশপ্রেমিক করে গড়ে তোলার জন্য দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ সৃষ্টি
[] বৈশ্বিকজ্ঞানের জন্য নিত্যনতুন বিষয়ের সঙ্গে পরিচিতিকরণ
[] সমাজে সৌহার্দ্য রক্ষার প্রয়াসে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের উপর গুরুত্ব প্রদান
[] অনুসন্ধিৎসা, সৃজনশীল ও উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি
[] বিজ্ঞানমনস্ক ও কর্মমুখী করার উপর গুরুত্ব আরোপ
[] আধুনিক প্রযুক্তি ব্যবহারের যোগ্যতা অর্জনের সুযোগ সৃষ্টি
[] প্রায়োগিক দক্ষতা অর্জনে যোগ্য করে গড়ে তোলা
[] সব ধরনের বৈষম্য অবসানের লক্ষ্যে মানবাধিকারের ওপর গুরুত্ব প্রদান
[] বৈশ্বিক চাহিদা অনুসারে মানবসম্পদ সৃষ্টির ওপর গুরুত্ব প্রদান

Alor Dhara School

Dhaka