hghgfh

গতিশীল ও প্রতিযোগিতামূলক পৃথিবীতে শিক্ষার্থীর অবস্থানকে সুদৃঢ়ভাবে উপস্থাপনের জন্য আমরা জ্ঞানবিজ্ঞান, দর্শন, সাহিত্যশিল্প ও খেলাধুলার মাধ্যমে পাঠ উপস্থাপন করব। গঠনবাদী চিন্তার আলোকে শিক্ষার্থীকে নিয়ে আসব একীভূত শিক্ষার নতুন জগতে, যাতে করে সে সাম্যবাদী, মানবিক, মূল্যবোধসম্পন্ন ও সৃজনশীল হয়ে ওঠে। 'আনন্দ করি পড়ি লেখি' এই আদর্শ অনুসারে পাঠের সকল বিষয় আনন্দের সাথে উপস্থাপন করা হবে, ফলে নতুন সৃষ্টির প্রয়াসে মগ্ন থাকবে শিক্ষার্থীর হৃদয়। এই পথরেখা সারা জীবনের জন্য একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসাবে, জীবনব্যপী কৌতুহল সৃষ্টি সহ তার আত্মিক উন্নয়নে নতুন উদ্দীপনা জাগাবে। আমাদের পথরেখা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থী হয়ে উঠবে দেশপ্রেমিক, সুনাগরিক ও যথার্থ মানুষ।